ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

পাক সেনাপ্রধানের হুমকি, সিন্ধু নদে বাঁধ হলেই মিসাইল হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১২:০৭ এএম

ভারতের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসীম মুনিরের সাম্প্রতিক মন্তব্যে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, সিন্ধু নদে ভারত যদি বাঁধ নির্মাণ করে, তবে সেটি সম্পূর্ণ হওয়ার পর পাকিস্তান ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেবে। একইসঙ্গে তিনি পারমাণবিক যুদ্ধের হুমকিও দেন, যা পুরো দক্ষিণ-এশীয় অঞ্চলকে নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে।

গত সপ্তাহে ফ্লোরিডার ট্যাম্পায় তার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অসীম মুনির বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে শুধু আমরা নয় - আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে।’ 

তিনি আরও জানান, পাকিস্তান ভারতের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং সিন্ধু নদকে ‘ভারতের পারিবারিক সম্পত্তি’ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তার স্পষ্ট ভাষায়, ‘আমাদের মিসাইলের কোনও অভাব নেই।’

এ বছরের মে মাসেই ভারত-পাকিস্তান চারদিনব্যাপী সংঘাতে জড়িয়ে পড়ে। তার আগের মাসে কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং পাকিস্তানের জন্য পানি সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের সহায়তায় স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে সিন্ধুর অববাহিকার তিনটি নদীর পানি পেয়ে আসছে পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, অসীম মুনিরের এই বক্তব্য কেবল সামরিক হুমকি নয়, বরং দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের জলবণ্টন ও সীমান্ত বিরোধকে নতুন করে উসকে দিতে পারে। 

নদী ও পানির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সম্পর্ক অতীতেও বহুবার তিক্ত হয়েছে, কিন্তু সরাসরি বাঁধ উড়িয়ে দেওয়ার ঘোষণা আগে কখনো আসেনি। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক উদ্যোগ না বাড়ালে এ ধরনের উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।