নারী বিশ্বকাপের ১৩ম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে ভারত।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, আমরা প্রথমে বোলিং করতে চাই। আমাদের বোলিং ইউনিটের প্রতি আস্থা রয়েছে তারা ভালো শুরু এনে দিতে পারবে।
তিনি আরও বলেন, আজকের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আমরা সাতজন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছি। প্রস্তুতি ভালো হয়েছে। আগামী পাঁচটি ম্যাচ আমরা শ্রীলঙ্কায় খেলব, আশা করি, পুরো টুর্নামেন্টে আমরা আমাদের সেরাটা দিতে পারব।
আগে ব্যাট নিয়ে ভারত অধিনায়ক হার্মানপ্রীত কৌর বলেন, পিচ দেখেই মনে হচ্ছে ভালো হবে। আশা করি, ভালো স্কোর করতে পারব। সবাই ফিট আছে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে মাঠে নামছি।