ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৫০ পিএম
আটক মানিক। ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ন কবির।

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে পৃর্ব শত্রুতার জেরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৪) হত্যা মামলার আসামি মানিক। হত্যার পর থেকে ১০ বছর পলাতক ছিলেন।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকে মানিক এলাকা থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিল।

ওসি মো. হুমায়ন কবির বলেন, ‘হত্যা মামলার আসামি মানিককে আটক করা হয়েছে। তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।’