নারী একদিনের (ওয়ানডে) ক্রিকেট বিশ্বকাপের মেগা টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ভারতের গুয়াহাটি স্টেডিয়ামে। প্রথম দিনেই স্বাগতিক ভারত নারী দল মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা নারী দলের।
এবারের টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল খেলবে সেমিফাইনাল।
সেখান থেকে বিজয়ী দুই দল আগামী ২ নভেম্বর ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়বে।
আয়োজক শ্রীলঙ্কা দল প্রথম রাউন্ডে মোট ৭টি ম্যাচ খেলবে, যার মধ্যে ২টি ম্যাচ ভারতে এবং বাকি ৫টি ম্যাচ দেশের মাটিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা
এদিকে, বাংলাদেশ নারী দল আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
এবারের নারী বিশ্বকাপে একটি বিশেষ দিক হলো, আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে থাকা ১৮ জনই নারী। এই তালিকায় বাংলাদেশের সাথিরা জাকের জেসি আম্পায়ার হিসেবে যুক্ত আছেন।
নারীদের এই বিশ্ব আসরে ঐতিহাসিকভাবে অস্ট্রেলিয়ার আধিপত্য চোখে পড়ার মতো। আগের ১২টি আসরের মধ্যে অস্ট্রেলিয়া সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ইংল্যান্ড ৪ বার এবং নিউজিল্যান্ড একবার শিরোপা জিতেছে।