ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

৪ হাজার মাইল পাড়ি দিয়ে খেলতে গেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:০৯ পিএম
রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ হাজার মাইল পাড়ি দিয়ে খেলতে গেল রিয়াল। দীর্ঘ ভ্রমণ শেষে আজ রাতে কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতির বিপক্ষে তাদেরই ঘরের মাঠে নামবে রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

২০০২ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন ছেড়ে উয়েফায় যোগ দেয় কাজাখস্তান। যদিও দেশের পশ্চিমাঞ্চল ভৌগোলিকভাবে ইউরোপের অংশ। মাদ্রিদকে যাত্রা করতে হয়েছে রাজধানী আলমাতিতে—যা স্প্যানিশ রাজধানী থেকে প্রায় ৬,৫০০ কিলোমিটার দূরে।

এত দীর্ঘ ভ্রমণ নিয়ে কোনো অজুহাত মানতে নারাজ রিয়ালের কোচ জাবি আলোনসো। তিনি বলেন, খাপ খাওয়াতেই হবে। ভ্রমণ বিরক্তিকর কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। এটা আরেকটা ম্যাচ মাত্র। সফর কোনো বাধা বা অজুহাত নয়।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মার্সেইকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। তবে গত শনিবার লা লিগায় শহরের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে ৫-২ গোলের হারে মৌসুমের প্রথম পরাজয় বরণ করেছে তারা। এবার ইউরোপের আসরে ফেরার মিশনে নামবে আলোনসোর দল।

অন্যদিকে, কায়রাত তাদের প্রথম ম্যাচে স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ গোলে হেরেছিল। তবে ইউরোপীয় আসরে আলমাতিতে তাদের রেকর্ড দারুণ—শেষ ৩০ ম্যাচে মাত্র চারবার হেরেছে দলটি। ফলে নিজেদের মাঠে রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকবে কায়রাত।