যশোরে দাদার চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ১২ বছর বয়সী শিশু জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা জামে মসজিদের কাছে ঘটনা ঘটে।
নিহত জিহাদ ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন সকালে দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে যশোর শহরে এসেছিল জিহাদ। বিকেলে বাড়ি ফেরার সময় এড়েন্দা জামে মসজিদের কাছে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ রাস্তার ওপর পড়ে যায় সে।
এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিহাদ ঘুমের ঘোরে মোটরসাইকেল থেকে পড়ে যেতে পারে বলে স্বজনদের ধারণা।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন ছিল।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, নিহত শিশুটির মরদেহ মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :