পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অগ্রিম টিকিট বিক্রির অংশ হিসেবে আজ (শনিবার) বিক্রি শুরু হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট।
আগামী ৭ জুন ঈদ ধরে এই অগ্রিম বিক্রির সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীসেবায় শতভাগ আসনের টিকিট এবার শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে।
শনিবার (২৪ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে মিলবে।
বাংলাদেশ রেলওয়ের ঈদ-পরিকল্পনা অনুযায়ী, এবারের ঈদে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যগামী আন্তঃনগর ট্রেনগুলোতে আসন বরাদ্দ রয়েছে মোট ৩৩ হাজার ৩১৫টি।
এই কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মের টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয় ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৪ জুনের বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি শুরু হবে।
প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :