ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৮:১৭ এএম
টেক্সাসে ভয়াবহ বন্যা। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে  ভয়াবহ বন্যায় কমপক্ষে ৮২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৪১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এ ছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জন মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। এরইমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।