রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আমি খুশি নই কারণ তিনি অনেক মানুষকে হত্যা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনের ওপর খুশি নই। আমি পুতিনের ওপর খুশি নই। আমি আপনাকে এতটুকু বলতে পারি, কারণ তিনি অনেক মানুষকে হত্যা করছেন এবং তাদের মধ্যে বেশির ভাগই তার সৈন্য। তার সৈন্য যেমন আছে তেমনি ইউক্রেনের সৈন্যও আছে। এখন সপ্তাহে এই সংখ্যা ৭,০০০-এরও বেশি। সেজন্য আমি পুতিনের ওপর খুশি নই।’
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল নিশ্চিত করে বলেন, শান্তি নিশ্চিত করা পর্যন্ত এবং সেনা হত্যা ঠেকাতে ইউক্রেন যেন প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারে এজন্য ওয়াশিংটন তাদের আরও অধিক ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ সরবরাহ করবে।
তিনি আরও বলেন, ট্রাম্প আমাদের আমেরিকা ফাস্ট ডিফেন্স প্রায়োরিটির’ ভিত্তিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে।

 
                            -20250709094607.jpg) 
                                    -20250708090220.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন