গাজা যুদ্ধ নিয়ে বিবিসির সংবাদ প্রচারের ধরনের তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার (১৯ জুলাই) এক পোস্টে মামদানি লেখেন, ‘‘বিবিসি কেন ‘ইরান-সমর্থিত হুথি’ বা ‘হামাস-নিয়ন্ত্রিত হাসপাতাল’-এর মতো প্রসঙ্গ উল্লেখ করে, কিন্তু ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত আইডিএফ’ বা ‘অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু’ বলে না?’’
‘ইসরাইল’-এর কট্টর সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার ওপর ‘ইসরাইল’-এর সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ‘ইসরাইলি’ বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন।
তিনি ‘ইসরাইল’-এর রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতাকে নিন্দা জানালেও হামাসের ৭ অক্টোবরের হামলার পর গাজায় ‘ইসরাইল’-এর চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন।
গত বছরের নভেম্বরে আইসিসি গাজা এবং লেবাননে সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক আইনের আওতায় তাকে গ্রেপ্তার করবেন বলে জানিয়েছেন মামদানি।
‘ইসরাইল’-এর যুদ্ধ পরিচালনা নিয়ে অনেক ডেমোক্র্যাট ভোটার, এমনকি ইহুদিরাও অসন্তুষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রগতিশীল ভোটারদের মধ্যে ‘ইসরাইল’বিরোধী মনোভাবকে আর স্বয়ংক্রিয়ভাবে ‘ইহুদিবিদ্বেষ’ হিসেবে দেখা হচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, নিউ ইয়র্ক সিটিকে ‘ধ্বংসের হাত থেকে রক্ষা’ করবেন তিনি।
আপনার মতামত লিখুন :