ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০২:৪১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় চালানো হামলার পক্ষে সাফাই গেয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে ফের হামলা চালানো হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা আবারও তা করব, যদি প্রয়োজন হয়!’ বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরান পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প আবারও এই হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষয়ক্ষতি ভয়াবহ, ধ্বংস হয়ে গেছে। অবশ্যই হয়েছে—ঠিক যেমনটা আমি বলেছিলাম।’

তিনি সিএনএন-এর এক প্রতিবেদককে বরখাস্তের দাবিও জানান। অভিযোগ করে বলেন, সিএনএন ইচ্ছাকৃতভাবে মার্কিন হামলার সফলতালে খাটো করে দেখাচ্ছে, যেখানে মার্কিন বাহিনী ‘সাইটগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে’।

তবে সিএনএন-এর একটি প্রাথমিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য স্থবির করতে পেরেছে, সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি।

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এটি এখন বন্ধ রয়েছে, কারণ ক্ষয়ক্ষতি অনেক গুরুতর। তবে আমরা আমাদের সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ করতে পারি না। এটি আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন এবং তার চেয়েও বড় কথা, এটি এখন জাতীয়ভাবে আমাদের গর্বের বিষয়।’

এই বিতর্কের মধ্যেই, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়ার কথা রয়েছে।