যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন, তবে ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় তিনি হতাশ।
মঙ্গলবার এক পডকাস্টে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আরটি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পড ফোর্স ওয়ান নামের ওই পডকাস্টে ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাকে পছন্দ করেন। আমি তার (পুতিনের) সঙ্গে বেশ ভালোভাবেই মিশেছি।’ অবশ্য ট্রাম্প এও জানান, মেলানিয়া বলেছেন যে, দুঃখের বিষয়, রাশিয়া কিয়েভে বোমা ফেলছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার মস্কো ও কিয়েভের জন্য নির্ধারিত ৫০ দিনের শান্তি আলোচনার সময়সীমা হঠাৎ কমিয়ে ১০ দিনে নামিয়ে আনেন। তিনি হুঁশিয়ারি দেন, যদি এই সময়সীমার মধ্যে চুক্তি না হয়, তাহলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে।
রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন। মস্কো জানিয়েছে, তারা আলোচনায় প্রস্তুত, তবে সেটি হতে হবে যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় এনে।
এ মাসের শুরুতে দ্য টাইমস এক প্রতিবেদনে জানায়, মেলানিয়া ট্রাম্পের প্রভাব সম্ভবত তার স্বামীর সিদ্ধান্তে বড় একটি ভূমিকা রাখছে, যা প্রায়ই অবমূল্যায়ন করা হয়।
ট্রাম্প যদিও বলেছেন, তার স্ত্রী শুধু ‘রক্তপাত বন্ধ হোক’—সেটাই চান।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ডন বেকনও এই মতকে সমর্থন করে বলেন, ‘ট্রাম্পের অবস্থান পরিষ্কারভাবে পরিবর্তিত হয়েছে। আমি অবাক হব না, যদি দেখি মেলানিয়া এই পরিবর্তনে ‘নীরব কিন্তু গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ নিয়ে মেলানিয়ার গভীর আগ্রহ তার অতীত থেকেই আসে। এখন যেভাবে ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছেন, তাতে তার স্ত্রীর ভূমিকা অস্বীকার করা যায় না।’
ট্রাম্প পদে আসার পর থেকেই রাশিয়া এবং পুতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছেন।
আপনার মতামত লিখুন :