বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৪১ এএম

৫ থেকে ১৫ হাজার ডলারের জামানতে মিলবে মার্কিন ভিসা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৪১ এএম

মার্কিন ভিসা। ছবি- সংগৃহীত

মার্কিন ভিসা। ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ও পর্যটন ভিসা পেতে এবার থেকে দিতে হতে পারে ৫ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ থেকে ১৮ লাখ টাকা। পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া নতুন এই ভিসানীতি আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং এটি চলবে এক বছর।

সোমবার (৪ আগস্ট) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক সরকারি নোটিশে এ কথা জানানো হয়েছে।

সরকারি নোটিশে বালা হয়, যেসব দেশের নাগরিকেরা ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে আসেন না কিংবা যাদের যাচাই-বাছাই করা কঠিন, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই জামানত নীতির প্রয়োগ করা হবে। নতুন এই ব্যবস্থায় ভিসা কর্মকর্তারা আবেদনকারীর নথিপত্র যাচাই করে তিনটি স্তরের মধ্যে যেকোনো একটিতে জামানতের অঙ্ক নির্ধারণ করবেন ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতিরই অংশ, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জোরালোভাবে কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে ১৯টি দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এই নীতিও সেই ধারাবাহিকতা।

ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে গেলে এবং ভিসার শর্ত ভঙ্গ না করলে, তাদের দেওয়া জামানত পুরোপুরি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

তবে নতুন এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে। যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, জামানতের বাধ্যবাধকতার কারণে প্রকৃত পর্যটকদের সংখ্যা কমে যেতে পারে। তাদের দাবি, এ কারণে প্রাথমিকভাবে অন্তত ২ হাজার ভিসা আবেদনকারী বিপাকে পড়বেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরে না যাওয়ায় অভিবাসনসংক্রান্ত জটিলতা বাড়ছে। সেই প্রবণতা ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

Shera Lather
Link copied!