যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় ইউক্রেন সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে পুতিনের সাথে বৈঠককে ট্রাম্প ‘অতি অতি চমৎকার’ মন্তব্য করে দিনটিকে ‘মহাসাফল্যের’ বলে আখ্যায়িত করেছেন।
বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোনে কথা বলেন ট্রাম্প। এছাড়া আলোচনা করেছেন ইউরোপের বিভিন্ন নেতাসহ ন্যাটোর সেক্রেটারি মার্ক রুট্টের সাথে।
এদিকে শান্তি আলোচনা নিয়ে পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সোমবার ওয়াশিংটনে বসতে যাচ্ছেন ট্রাম্প। জেলেনস্কির সাথে আলোচনা সফলভাবে শেষ হলে, জেলেনস্কি-পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের কথা জানান ট্রাম্প।
অনেক দিন ধরে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা সাময়িক যুদ্ধবিরতির কথা বলে আসছিলেন। যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে না দিলেও এতে নানা সমস্যার কথা জানালো মস্কো। পুতিনের মতে, সাময়িক যুদ্ধবিরতি অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে লড়াই আরও তীব্র করবে। কারণ সাময়িক যু্দ্ধবিরতিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র আসবে কিয়েভে।
আলাস্কা সামিটেও সংকট সমাধানে সংঘাতের মূল কারণ উদঘাটন করে তা দূর করার কথা জানান পুতিন। বলেন, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোর সদস্যপদ লাভের চিন্তা বাদ দিতে হবে। এবং নতুন বাস্তবতা মেনে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিঝিয়া ছেড়ে দিতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন