ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনা নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষ হয়ে আসছে।
রোববার (৩ নভেম্বর) ‘সিবিএস ৬০ মিনিট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার সন্দেহ আছে, আমি তা মনে করি না। তবে তিনি অভিযোগ করেন, তারা আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে।
ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক জলযানে হামলা চালাচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ কমাতে এ অভিযান প্রয়োজনীয়।
তবে সমালোচকদের অভিযোগ, এই অভিযানের আসল লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। যদিও ট্রাম্প এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের এসব অভিযানে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে।
ভেনেজুয়েলার মাটিতে সরাসরি হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা নিয়ে কী করতে যাচ্ছি, তা আমি এখনই বলব না।
এর আগে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন