যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা। মামদানিকে ইকিমধ্যেই ‘হামাস-সমর্থক মেয়র’ আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটি বলছে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সি জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া ইসরায়েলি ওই মন্ত্রী নাম আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদি-বিরোধিতা দমনবিষয়ক মন্ত্রী।

মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের এই কট্টরপন্থি মন্ত্রী লিখেছেন, ‘যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস-সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘নিউইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি— ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন।’
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি ইসরায়েলকে ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়েছেন এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। এ কারণে ইসরায়েলি সরকার ও কিছু ইহুদিবাদী নেতার কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সম্প্রতি ইহুদি-বিরোধিতা ও ইসলামবিদ্বেষ—দুটিরই প্রকাশ্যে নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন, বিশেষত ইসরায়েলপন্থি গোষ্ঠীর কাছ থেকে।
এদিকে চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, ‘বুদ্ধিমত্তা নয়, বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদিবিরোধী।’

তবে ‘ইসরায়েল বেইতেনু’ দলের নেতা অ্যাভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, ‘নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে, যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থি।’
মূলত ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও মামদানি নিউইয়র্কে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন। নির্বাচনের আগের দিন ট্রাম্প নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন