এবার মার্কিন পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা। যুক্তরাষ্ট্রের ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করছে ইইউ। অন্যদিকে ২ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে কানাডা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণার পরই এমন পদক্ষেপ নিল ইইউ ও কানাডা।
বুধবার (১২ মার্চ) থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন বলছে, এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা ২ হাজার কোটি ডলার মূল্যের পাল্টা শুল্ক ঘোষণা করেছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে শুল্ক নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নানান পদক্ষেপ বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের এমনভাবে অস্থির করে তুলেছে যে এর ধাক্কায় যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন