নওগাঁর ধামইরহাট পৌরসভার উদ্যোগে ৩০ পিস এন্টিভেনাম ও ৩২ পিস র্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোসা. জেসমিন আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের কাছে এন্টিভেনাম ও র্যাবিস ভ্যাকিসনগুলো প্রদান করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় কর্মকর্তা হারুনর রশীদ, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার ম-ল, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাপসহ জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসের সংস্পর্শে এলে ওঝা কিংবা কবিরাজের কাছে না গিয়ে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন