মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০৬ এএম

ভাঙা টিনের ঘরে বিদ্যুৎহীন জীবন লিলিমন বিবির

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০৬ এএম

লিলিমন বিবি

লিলিমন বিবি

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল গ্রামের লিলিমন বিবি (৫৫) দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভাঙা টিনের ছাপড়ি ঘরে একা বসবাস করছেন। স্বামী পরিত্যক্তা এই বৃদ্ধা প্রতিদিন স্থানীয় হিমাগারে নষ্ট আলু বাছাইয়ের কাজ করে আয় করেন মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। সেই টাকায় কোনোমতে চলছে তার দিন আনা দিন খাওয়ার জীবন।

অভাব-অনটনের কারণে তিনি ঘরে বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি। ফলে প্রচ- গরমে ও অন্ধকারে কুপি বাতি কিংবা হারিকেনের আলোয় রাত কাটাতে হয় তাকে। এতে শুধু তিনি নন, প্রতিবেশীরাও ব্যথিত।

প্রতিবেশী সালমা বেগম বলেন, ‘লিলিমন ভাঙা টিনের ঘরে থাকে। গরমে থাকা যায় না। সরকার থেকে বিদ্যুতের ব্যবস্থা করে দিলে তার ভালো হতো।’

আরেক প্রতিবেশী হানিফ ম-ল জানান, ‘ও খুব অভাবী মানুষ। স্টোরে কাজ করে দিনে দেড়-দুইশ টাকা পায়। সেই টাকায় সংসার চলে। অভাবে বিদ্যুতের সংযোগ নিতে পারে না।’

লিলিমন বিবি নিজে বলেন, ‘আমার সামর্থ্য নেই ৪-৫ হাজার টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়ার। যদি সবাই সাহায্য করে, তাহলে আমার খুব উপকার হতো।’

সড়াইল গ্রামের সাবেক কমিশনার রেজাউল ইসলাম বলেন, ‘আমি শুনেছি, তিনি ভাঙা টিনের ঘরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকেন। চাইলে যতটুকু পারি সহযোগিতা করব।’

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘লিলিমন বিবির একা বসবাসের বিষয়টি আমাদের জানা আছে। যদিও তিনি সরকারি বয়স্কভাতা পান, তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। আমরা দ্রুত পল্লী বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!