- সপ্তাহব্যাপী মেলা চলছে প্রশাসনের অনুমতি ছাড়াই
বগুড়ার শেরপুর উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতার আড়ালে চলছে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর। স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া সপ্তাহব্যাপী বসানো হয়েছে মেলা, যেখানে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অসামাজিক কর্মকা- চলছে বলে অভিযোগ উঠেছে। এতে যুব সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিপথগামী হচ্ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া এলাকায় এক যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। গত বুধবার বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতাকে ঘিরে বসানো মেলায় তেমন কোনো দোকানপাট না থাকলেও যাদু প্রদর্শনীর প্যান্ডেলে চলছে অশ্লীল নাচ-গান। অভিযোগ রয়েছে, টাঙ্গাইল ও যশোরের নিষিদ্ধ পল্লি থেকে আনা মেয়েদের দিয়ে খোলামেলা নাচ-গান করানো হচ্ছে। পাশাপাশি চলছে লটারি, জুয়ার আসর ও দোকান থেকে চাঁদা আদায়।
স্থানীয় মোস্তাফিজুর রহমান, তছির উদ্দিন ও রজিব উদ্দিন বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসবকে পুঁজি করে কিছু লোক অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। এতে তরুণ-যুবকরা বিপথে যাচ্ছে। বারবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি।’
অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক ও সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব বলেন, ‘মেলায় কোনো অশ্লীল নাচ-গান হচ্ছে না। শুধু যাদু প্রদর্শনী চলছে।’
শেরপুর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, ‘মেলার বিষয়ে জানা আছে। তবে নাচ-গান ও জুয়ার আসরের কথা শোনা যায়নি। এগুলো চললে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান জানান, ‘নৌকাবাইচের মেলার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। অশ্লীল কার্যকলাপের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন