ঢালিউড সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল আঁখি। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অর্জন করেছেন দর্শকের আস্থা ও ভালোবাসা। কাজ করেছেন চিত্রতারকা শাকিব খানসহ প্রথমসারির নায়কদের সঙ্গে। এই অভিনেত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে। সর্বশেষ তাকে করোনা মহামারির আগে ২০১৯ সালে নোভার একটি বিজ্ঞাপনে দেখা যায়। এরপর আর তাকে নতুন বিজ্ঞাপনে পাওয়া যায়নি।
দীর্ঘ সময় পর আবারও বিজ্ঞাপনে কাজ করলেন আঁচল আঁখি। সম্প্রতি রাজধানীর উত্তরায় বেবি ডায়াপারের বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আঁচলের সহশিল্পী চিত্রনায়ক কায়েস আরজু। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মিয়াজী পাপন।
নতুন বিজ্ঞাপন নিয়ে আঁচল রূপালী বাংলাদেশকে বলেন, ‘প্রতিষ্ঠানটি কিংবা পণ্যটির প্রতি আমার আলাদা ভালো লাগা আছে। তাদের পরিকল্পনা ভালো লাগাতেই কাজটি করা।’
এর আগে আঁচল ও আরজু ‘এক পশলা বৃষ্টি’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
এদিকে, দুই হাজার দুই সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে সাড়া জাগানো ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানে মডেল হয়েছেন আঁচল।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা গানটি দীর্ঘ ২৩ বছর পর আবারও ফিরে আসছে নতুনভাবে। এবার এটি শোনা যাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। নতুন এই গানটি নির্মিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। পুরোনো গানের প্রথম দুই লাইন ব্যবহৃত হয়েছে ব্রিজ লাইনে। সম্পূর্ণ নতুন কথা ও সুরে সাজানো হয়েছে বাকি অংশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।
ফেরদৌস-শাবনূর জুটির পরিবর্তে এতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগেও ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরী পাইছি রে’ গানের ভিডিওতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নির্মিত বিশাল সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘এটি এক সময়ের তুমুল সাড়া জাগানো গান। এখনো বিভিন্ন বিয়ে বাড়িতে গানটি শোনা যায়। নতুনভাবে গানটি তৈরি হয়েছে। বড় বাজেটে এর ভিডিও নির্মিত হয়েছে। বলা যায়, কাজটি করে নতুন অভিজ্ঞতা হয়েছে। দর্শক এর আগে আমাদের জুটির গান পছন্দ করেছেন। তাদের কথা চিন্তা করেই এই গানটি করা। আশা করি, এবারও দর্শকরা পছন্দ করবেন।’
জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।
‘ভুল’ সিনেমার মাধ্যমে আঁচলের চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে নজর কাড়েন তিনি। ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান। আঁচল অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন