মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫৭ এএম

প্রয়াত হলেন প্রেম সাগর ও প্রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫৭ এএম

পরিচালক প্রেম সাগর ও অভিনেত্রী প্রিয়া মারাঠে

পরিচালক প্রেম সাগর ও অভিনেত্রী প্রিয়া মারাঠে

একই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক প্রেম সাগর ও অভিনেত্রী প্রিয়া মারাঠে। গত রোববার তারা মারা যান। মৃত্যকালে পরিচালকের বয়স হয়েছিল ৮৪। অন্যদিকে, মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী।

চলচ্চিত্র থেকে টেলিভিশন, দুই ক্ষেত্রেই প্রেম সাগর রেখে গিয়েছেন ছাপ। দীর্ঘ কর্মজীবনে তিনি ‘বিক্রম অউর বেতাল’, ‘রামায়ণ’, ‘শ্রীকৃষ্ণ’-এর মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকা কাজ করেছেন। ‘আঁখে’, ‘চরস’-এর মতো কালজয়ী সিনেমাতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন।

এদিকে, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে। অভিনেত্রীর চিকিৎসা চলছিল। তবুও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছেই হার মানতে হয় তাকে। 

পবিত্র রিশতা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডওয়ালার বোনের চরিত্র বর্ষার ভূমিকায় অভিনয় করে প্রিয়া জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। সে সময় কাজ করেছিলেন আরেক প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গেও।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্ম প্রিয়ার। তার বেড়ে ওঠা মুম্বাই শহরেই। পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন। শুধু তাই নয়, স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন তিনি। 

মারাঠি সিরিয়ালের পাশাপাশি বালাজি টেলি ফিল্মসের ‘কসম সে’ সিরিয়ালে অভিনয় করেন। তাকে কমেডি সার্কাসের প্রথম সিজনেও দেখা গিয়েছিল। এছাড়াও ‘পবিত্র রিশ’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। প্রেম সাগর ও প্রিয়া মারাঠের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া!
 

রূপালী বাংলাদেশ

Link copied!