মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০৪ এএম

রূপালী ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০৪ এএম

রূপালী ইন্স্যুরেন্স

রূপালী ইন্স্যুরেন্স

দুর্নীতি ও অনিয়মের দায়ে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফৌজিয়া কামরুন তানিয়ার নিয়োগের প্রস্তাব বাতিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফৌজিয়া কামরুন তানিয়া তাদের পারিবারিক আরেক বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় সিইও আবেদন বাতিলে গত ১৭ আগস্ট বিমা কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে।

আইডিআরএর চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সোনালী লাইফের আর্থিক কেলেঙ্কারি তদন্তে নিয়োগ পাওয়া নিরীক্ষক প্রতিষ্ঠান প্রায় ১৮৭ কোটি টাকার অনিয়মের প্রমাণ পায়। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) আলাদা তদন্তে কোম্পানির সাবেক চেয়ারম্যান, সাত পরিচালক, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশে প্রায় ৩৫৩ কোটি টাকা আত্মসাতের তথ্য উদঘাটন করে। ওই তালিকায় তৎকালীন পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে ফৌজিয়া কামরুন তানিয়ার নামও রয়েছে।

তদন্তের ভিত্তিতে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ গত এপ্রিল মাসে বিমা আইন ২০১০-এর ধারা ৯৫ অনুযায়ী সাময়িক বরখাস্ত হয়। এদিকে, বিএফআইইউর প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে পাঠানো হয়েছে। দুদক এরই মধ্যে ফৌজিয়া কামরুন তানিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে।

আইডিআরএ বলছে, বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ অনুযায়ী দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের দায়ে অপসারিত ব্যক্তি এমডি পদে নিয়োগের যোগ্য নন। এ অবস্থায় তার বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনো বিমা বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া ন্যায়নীতির পরিপন্থি হবে।

সিদ্ধান্তে আরও বলা হয়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে তা গ্রাহকের স্বার্থ সুরক্ষায় বড় ঝুঁকি তৈরি করবে। তাই রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির প্রস্তাবিত নিয়োগ আবেদন বাতিল করা হলো।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, একটু পরে জানাচ্ছি। এরপর একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেননি। এরপর হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানতে চাওয়া হলেও কোনো জবাব দেননি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!