ইরাকে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল অ্যারাবিয়ার। ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, বুধবার রাতে শহরের জনপ্রিয় হাইপার শপিং মলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। অগ্নিকা-ের কারণ এখনো জানা যায়নি বলে উল্লেখ করেছেন গভর্নর।
রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কুতের একটি হাসপাতালে ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের আনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত প্রথম তলা থেকে হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সূত্রে নিশ্চিত করেছে রয়টার্স।
শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা এখন পর্যন্ত ৫৯টি লাশ শনাক্ত করতে পেরেছি। তবে একটি মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’ আলি আল-মায়াহি নামের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের আরও কয়েকজনের সন্ধান এখনো মেলেনি, কারণ তারা এখনো আগুনে ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।’ এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কুত শহরের একটি পাঁচতলা ভবন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর দমকলকর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। বুধবার, রাতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণ থেকে ছড়িয়ে যায় আগুন। দমকল বাহিনীর রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার। আল-কুতের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুট শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনের দৃশ্য এটি। বুধবার রাতে ৫ তলার এই ভবনটিতে হঠাৎ আগুন ধরে যায়। সে সময় আগুনে পুড়ে মৃত্যু হয় অর্ধশতাধিক মানুষের। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। দমকলকর্মীদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ-এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরা। কর্নিশ হাইপার মার্কেট নামের এই মলটিতে বেশ কয়েকটি সুপারশপ, রেস্টুরেন্ট ও দোকান ছিল। দুর্ঘটনার সময় পরিবার নিয়ে অনেকে খেতে গিয়েছিল সেখানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে গেলে সে সময় এর ভেতরে আটকা পড়ে অনেকে। এতেই মৃত্যু হয় তাদের। দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয় এই মলটি। আগুনে গুরুতর দগ্ধদের কুট শহর থেকে ১৬০ কিলোমিটার দূরে বাগদাদ শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাদেশিক সরকার মোহাম্মদ আল-মিয়াহি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিবেদন দাখিল করা হবে। এ ছাড়া শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ইরাকের আগুনের এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার।
আপনার মতামত লিখুন :