বেলুচিস্তানের ঝোব এলাকায় বাসে ভয়াবহ হামলার মাত্র কয়েক দিন যেতে না যেতেই আবারও একই ধরনের হামলার ঘটনা ঘটল। বুধবার প্রদেশের কালাত শহরের উপকণ্ঠে আরেকটি যাত্রীবাহী বাসে হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
এসএসপি শাহজাদ সংবাদমাধ্যম ডনকে বলেন, কালাতে বাসে গুলিবর্ষণে নিহত তিনজনের মধ্যে রয়েছেন বিখ্যাত কাওয়াল আহমেদ হুসেন সাবরি এবং তার ছেলে আহমেদ রাজা সাবরি। তারা তাদের দলের অন্যান্য সঙ্গীতশিল্পীদের সঙ্গে একটি বাসে কোয়েটার উদ্দেশে রওনা হয়েছিলেন। করাচির বিখ্যাত কাওয়াল মাজিদ আলী সাবরি ফোনে ডনকে বলেন, সশস্ত্র হামলায় আমার ভাই, ভাগ্নে এবং একজন সঙ্গীতশিল্পী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, তার ভাই, ভাগ্নে এবং তাদের দলের অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কোয়েটা যাচ্ছিলেন। মাজিদ সাবরি বলেন, আহতদের মধ্যে আমার নিকটাত্মীয় এবং বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক কর্মকর্তা বলেন, সশস্ত্র হামলাকারীরা নেমার্গ এলাকায় কোয়েটা-করাচি মহাসড়কের উভয় পাশে অতর্কিত অবস্থানে ছিল এবং আক্রমণ চালানোর জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল। তারা প্রথমে যাত্রীবাহী বাসটি থামিয়ে দেয় এবং এরপর নির্বিচারে গুলি চালায়। বাসে গুলি চালানোর ঘটনা নিশ্চিত করে জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) কালাত শাহজাদ আকবর বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলায় আহতরা হলেনÑ হায়দার, ইমরান, মানজার, আব্বাস, মুহাম্মদ সাকিব, ফয়সাল, মুহাম্মদ নাদিম, মুহাম্মদ রিজওয়ান, মুসাভির আব্বাস, মুহাম্মদ ওয়ারিস, ফয়জান, দিলশাদ (সবাই করাচির), নজীব আহমেদ (চালক) এবং বিলাল আহমেদ।
আপনার মতামত লিখুন :