ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় এক দিনে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। সংবাদমাধ্যম আলজাজিরা ও সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৫৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজারের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে অন্তত ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন। এ ছাড়া ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত সাড়ে ৮০০ জনের বেশি।
গাজায় ত্রাণ বিতরণ ত্রাণকেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক ত্রাণ সহায়তা বিতরণ শুরু করার পর ইসরায়েলি সেনারা প্রায়ই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এতে এখন পর্যন্ত সাড়ে ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েলি বাহিনী যেসব জায়গায় তৎপর, সেই জায়গাগুলোতে ত্রাণ বিতরণ করছে জিএইচএফ। সেখানে ত্রাণ নিতে গিয়ে শত শত ফিলিস্তিনির মৃত্যুর পর জাতিসংঘ জিএইচএফের ত্রাণ বিতরণ পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ ও মানবিক সহায়তার ক্ষেত্রে নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে। তবে জিএইচএফের দাবি, জাতিসংঘ নিহতের যে পরিসংখ্যান দিয়েছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর।
আপনার মতামত লিখুন :