শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৮ এএম

আসছে ‘পুতুল নাচের ইতিকথা’

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৮ এএম

আসছে ‘পুতুল নাচের ইতিকথা’

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ প্রকাশের ৯০ বছর পূর্তিতে পর্দায় দেখা যাবে কুসুম, শশী ও কুমুদের। একই শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়। আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’। এ উপলক্ষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির একঝলক।

ট্রেলার শুরু হতেই দেখতে পাওয়া যায় অনন্যা চট্টোপাধ্যায়কে। সারা মুখে দাগ, খুব সম্ভবত গুটি বসন্তে আক্রান্ত তিনি। এরপরেই কিছু কিছু ঝলক ফুটে উঠেছে যেখানে দেখা গেছে আবির এবং পরমব্রতর বন্ধুত্ব, ব্যর্থ প্রেমের কথা, জয়া এবং আবিরের ভালোবাসার কাহিনি।

একজন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও বিদেশে চিকিৎসা করার ইচ্ছা মনে পুষে রেখে গ্রামে ডাক্তারি করে শশী। তবে এই আক্ষেপ তাকে প্রত্যেকদিন কুরে কুরে খায়। গ্রামের একঘেয়েমি কাটে যখন সে কুসুম এবং কুমুদের সংস্পর্শে আসে।
ট্রেলারে গ্রাম বাংলার অসম্ভব সৌন্দর্য ফুটে ওঠার পাশাপাশি ফুটে উঠেছে জীবনের বিভিন্ন মুহূর্তে আটকে পড়া মানুষের কষ্ট, দুঃখ, বেদনা। কোথাও না কোথাও প্রত্যেকটি মানুষ যে নিয়তির হাতের পুতুল, সেই গল্পই ফুটে উঠবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাতে।

প্রকাশিত ট্রেলারে সেভাবে সংলাপ রাখা হয়নি, শুধু দৃশ্যকল্পের ভেতর উপন্যাসটির বিভিন্ন চরিত্রকে দেখা যায়। তবে গ্রাম-বাংলার আবহে সেইসব চরিত্রের টানাপোড়েন, আবেগ-অনুভূতি ঠিকই ছুঁয়ে গেছে দর্শকের মন।
সিনেমাটিতে কুসুম চরিত্রে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শশীর ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

ট্রেলারটি ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান ক্যালাইডোস্কোপ লিখেছে, ‘জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষ-পুতুলের জীবনের কাহিনি, পুতুল নাচের ইতিকথা। কেউ কি আড়াল থেকে সুতোয় নাচাচ্ছেন? নাকি শশীর নিজের কথায় বলা যায়, ‘নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বইতে পারে? নাকি মানুষের হাতে কাটা খালে তার গতি!’

জয়া-আবির-পরমব্রত ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

২০২২ সালে শুরু হয়েছিল পুতুল নাচের ইতিকথা সিনেমার শুটিং। নির্মাণের পর কেটে গেছে দীর্ঘ সময়। বেশ কয়েকদফা মুক্তির খবর এলেও শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘পুতুলনাচের ইতিকথা’।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!