ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:০৩ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল বাজার এলাকায় একটি চায়ের দোকানে মাদক লেনদেনকালে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলো, দিনাজপুরের বিরামপুর থানার কুর্শাখালী বুচকী আবাসনের মোছা. স্বপ্না বেগম (২৯) ও তার স্বামী মো. মোজাম্মেল হক (৩৮)। র‌্যাব জানায়, সিপিএসসি একটি দল গত রোববার সন্ধ্যায় উপজেলার রহবল বাজার ফ্লাইওভার এলাকায় মুনজু মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। ফেনসিডিল বিক্রির সময় ৫০ বোতল ফেনসিডিল ও দুই হাজার টাকাসহ তাদের অটক করা হয়। পরে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশের কাছ হস্তান্তর করা হয়।