ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জাতীয় দলে কি ফিরবেন সাকিব?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১১ এএম

দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। তাকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। তবে অনেকের মনেই প্রশ্ন সাকিব কি আবার ফিরতে পারবেন বাংলাদেশ জাতীয় দলে? কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছিল, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এ ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিসিবি যতই ইতিবাচকই হোক না কেন, বাস্তবতার বিচারে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণই। গত রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা দেখতে মাঠে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর। তাকেও সাকিব ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিএনপি মহাসচিবের বক্তব্যে পরিষ্কার বার্তা- ক্ষমতায় গেলেও শুধু রাজনৈতিক পরিচয় দিয়ে নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে খেলার একমাত্র মানদ-।

জাতীয় দলে খেলাকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন সাকিব। গত বছর আগস্টে সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি। যদিও ওই সময় দেশের হয়ে খেলতে দেশের বাইরেই ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার মামলা ছাড়াও দুদকের বেশ কিছু মামলা রয়েছে। সব মিলিয়ে সাকিবকে ফিরতে হলে সেসব মামলা মোকাবিলা করেই ফিরতে হবে। গত রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেসরকারি চ্যানেলে টি-স্পোর্টসের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেছেন, ‘সাকিব যদি খেলার জন্য ফিট থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না এবং এটিকে সমর্থনও করি না। যে যোগ্য, সে-ই খেলবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সাকিবকে দলে রাখা হবে না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেছেন, ‘সে ফিরবে কি না, তা নির্ভর করে তার ফর্ম ও সক্রিয়তার ওপর।

যদি কেউ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয় বা কোনো অপরাধমূলক মামলায় জড়িত থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। তবে শুধু রাজনৈতিক কারণে কাউকে খেলা থেকে বিরত রাখা অনুচিত।’ এ সময় ফখরুল প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রিকেটের প্রতি অবদানকে স্মরণ করে বলেন, ‘কোকো আমাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তিনি খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রেখেছেন। খোকা ভাইও (সাদেক হোসেন খোকা) অনেক অবদান রেখেছেন। আমাদের যদি সুযোগ হয়, ক্রিকেট উন্নয়নে আরও কাজ করব।’