ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি

পাইলট হওয়া হলো না তানভীরের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৬:২১ এএম
নিহত তানভীর আহমেদ। ছবি- রূপালী বাংলাদেশ

পাইলট হওয়ার স্বপ্ন ছিল তানভীর আহমেদের (১৪)। কিন্তু সেই স্বপ্ন পূরণে আগেই বিদায় নিতে হলো তাকে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছে তানভীর।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাদগ্রাম নয়াপাড়ায়।

নিহত তানভীর ওই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীতে বসবাস করতেন তিনি। রুবেল ঢাকায় ব্যবসা করেন এবং দুই ছেলেকে মাইলস্টোন স্কুলে পড়াতেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে কোচিং শেষে স্কুল ভবনের নিচে অবস্থান করছিলেন তানভীর। এ সময় একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে বিধ্বস্ত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তানভীরের ছোট ভাই তাসবির (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী) স্কুল শেষে বাসায় চলে আসায় অল্পের জন্য রক্ষা পায়।

তানভীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকাহত পরিবারটির পাশে এসে দাঁড়ান।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হন। এই ঘটনায় মঙ্গলবার রাত সোয়া ৪টা পর্যন্ত ২৭ জন নিহতের সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।