ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

গরুর বদলে নবদম্পতি বেঁধে হালচাষ

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১৪ এএম

ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে হালচাষে বাধ্য করলেন গ্রামের লোকজন। তাদের ঘাড়ে গরুর জোয়াল বেঁধে ধানের মাঠে নামানো হয়। পেছনে লাঠি হাতে দাঁড়িয়ে ছিল গ্রামবাসী। গরুকে যেভাবে বলদ বানিয়ে চাষে ব্যবহার করা হয়, সেভাবেই ওই দুই মানুষকে দিয়ে মাঠে জমি চাষ করানো হয়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। এরপর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের রায়গড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক যুবক তার ফুফাতো বোনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। কিন্তু সমাজের রীতিতে এটি নিষিদ্ধ বিবাহ হিসেবে বিবেচিত হয়। এই ‘অবাধ্যতা’র শাস্তি দিতেই গ্রামবাসী তাদের ধরে এনে এমন অমানবিক আচরণ করেন। প্রথমে তাদের ধানের মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর দু’জনের ঘাড়ে গরুর জোয়াল তুলে দেওয়া হয়। হাল টেনে নিয়ে যেতে বাধ্য করা হয় পুরো মাঠজুড়ে। এ সময় পেছন থেকে কয়েকজনকে তাদের লাঠি দিয়ে মারতে দেখা যায়। কেউ কেউ আবার হাসছেন, কেউ হাততালি দিচ্ছেন, এমন দৃশ্য ধরা পড়ে ভিডিওতে। এখানেই থেমে থাকেনি ঘটনা। পরে তাদের একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে ‘পাপমোচন’ ও ‘শুদ্ধিকরণ’ নামের এক ধরনের সামাজিক আচার করানো হয়। স্থানীয় রীতিতে এই প্রক্রিয়াকে বলা হয় সামাজিক পুনর্বাসন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা একে বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সমালোচনার মুখে নড়েচড়ে বসে প্রশাসন। ভারতের রায়গড়ার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। ঘটনার পেছনে যারা ছিলেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।