ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিষিদ্ধ জাল জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপির মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ণ এলাকা থেকে চল্লিশপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩ কেটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।