মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


অন্যরকম ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১৬ এএম

দাবায় একজনের প্রতিপক্ষ প্রায় দেড় লাখ মানুষ

অন্যরকম ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১৬ এএম

দাবায় একজনের প্রতিপক্ষ প্রায় দেড় লাখ মানুষ

অনলাইনে দাবা খেলছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ওই ম্যাচে তার প্রতিপক্ষ ১ লাখ ৪০ হাজার জন! খেলা চলছে প্রায় দেড় মাস ধরে! ম্যাচের নাম ‘ম্যাগনাস কার্লসেন বনাম দ্য ওয়ার্ল্ড’। এ আবার কেমন ম্যাচ? কীভাবেই বা চলছে এটির খেলা? দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন এ মেগা ম্যাচ খেলা শুরু করেছেন গত ৪ এপ্রিল। অনলাইনে চলা ওই ম্যাচে তার প্রতিপক্ষ ‘টিম ওয়ার্ল্ড’ অর্থাৎ পুরো বিশ্ব বা ১ লাখ ৪০ হাজার মানুষ।

তবে তিনি এই বিপুলসংখ্যক মানুষের সঙ্গে একসঙ্গে এতগুলো আলাদা ম্যাচ খেলছেন না, বরং একটি মাত্র বোর্ডে একটি ম্যাচ খেলছেন। তার বিরুদ্ধে প্রতিপক্ষের চাল আসে সর্বাধিক ভোটের ভিত্তিতে। প্রতিবার ভোটে যে চালের পক্ষে সর্বাধিক মত আসে, সেই চাল দেওয়া হয়। উভয়পক্ষ প্রতিবার নিজের চাল দেওয়ার জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় পায়।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনকে বলা হচ্ছে ‘ফ্রিস্টাইল দাবা’, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে, কখনো সার্চ ইঞ্জিন ব্যবহার করেও চাল নির্বাচন করে। এটি দাবা খেলার একটি ধরন, যেখানে খেলোয়াড়রা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেদের কৌশল, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খেলে থাকেন।

কার্লসেন এ ম্যাচ সহজে জিতবেন বলে শুরুতে আভাস দেওয়া হয়েছিল। তবে টিম ওয়ার্ল্ড যদি দাবার বোর্ডে কার্লসেনের রাজাকে তিনবার চেক দিতে পারে, তবে ম্যাচটি ড্র হবে।

এক বিবৃতিতে কার্লসেন বলেছেন, এখন খেলা যে পথে এগোচ্ছে, তাতে হয়তো ম্যাচ ড্র হবে। কার্লসেন আরও বলেন, ‘খেলার শুরুর দিকে মনে হচ্ছিল, আমি কিছুটা এগিয়ে আছি, কিন্তু পরে হয়তো ঠিকঠাক চালগুলো দিতে পারিনি। সত্যি বলতে, এর পর থেকে তারা আমাকে একটাও সুযোগ দেয়নি।’

মাত্র ১৩ বছর বয়সে দাবায় গ্র্যান্ডমাস্টার হন কার্লসেন। তার বয়স এখন ৩৪ বছর। ২০১১ সাল থেকে তিনি বিশ্ব দাবা র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড়। এর আগে ১৯৯৯ সালে রুশ গ্র্যান্ডমাস্টার গ্যারি ক্যাসপারভ ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ টিম ওয়ার্ল্ড প্রতিপক্ষের সঙ্গে অনলাইনে দাবা খেলেছিলেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!