রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেলুন ওড়ানোর সময় সৃষ্ট আগুনে ১১ জন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ‘৩৬ জুলাই উদযাপনের’ অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’ কর্মসূচি। সেখানে হেলিকপ্টার আকৃতির অনেকগুলো গ্যাস বেলুন ওড়ানোর সময় আগুন ধরে যায়। সেই আগুনে দগ্ধ হয়ে অন্তত ১১ জন জতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কারো জখমই গুরুতর নয়। দগ্ধরা হলেনÑ মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তখন একদল লোক সেগুলো টানাটানি শুরু করে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। ঝলসে যান আশপাশের অন্তত ১১ জন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ২টার দিকে ‘স্বৈরাচারের পলায়নের’ প্রতীকী হেলিকপ্টার হিসেবে সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। একগুচ্ছ বেলুন ওড়ানোর সময় আগুন ধরে যায়, তাতে সেখানে থাকা কয়েকজন দগ্ধ হন। এ সময় বিদ্যুতের তারেও আগুন জ্বলতে দেখা গেছে। তখন স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। এর পরই ঘটনাস্থল থেকে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে নিতে দেখা যায়। এদের মধ্যে একজনের বাম হাতে পোড়া জখম দেখা গেছে। এই আগুন খুবই অল্প সময় স্থায়ী হয়। এ সময় উদযাপন মঞ্চ ও আশপাশে হইচই শুরু হয়ে যায়।
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, প্রধান মঞ্চের সামনে বাউন্ডারিতে থাকা সাধারণ মানুষের কাছে ওড়ানোর জন্য কিছু বেলুন দেওয়া হয়। হিলিয়াম গ্যাস ভর্তি কয়েকটি বেলুন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের গায়ে মোড়ানো প্লাস্টিকের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সরাসরি আগুনে পুড়ে আহত হন। ঘটনার পরপরই আয়োজকদের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসাব্যবস্থা চালু করা হয় এবং দগ্ধদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে থাকা এক স্বেচ্ছাসেবক বলেন, বেলুনগুলো একসঙ্গে বাঁধা ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি হিলিয়াম ও কিছুতে সম্ভবত মিশ্র গ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের উচ্চচাপে বা আশপাশে কোনো সিগারেট বা স্পার্ক থেকেই আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :