চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট কিছু ফিডার পোর্টে অতিরিক্ত জাহাজের চাপের কারণে সাময়িক জট সৃষ্টি হয়েছে।
বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৯৮ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দর থেকে সম্পন্ন হয়। বন্দরের অবকাঠামো, ইয়ার্ড স্পেস, যন্ত্রপাতি এবং জাহাজ আগমন-রপ্তানি ব্যবস্থাপনা সম্পূর্ণ সক্ষমতার মধ্যে রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি খাতের নির্ধারিত ফিডার পোর্টগুলোতে অতিরিক্তসংখ্যক জাহাজ ভিড় করায় জট দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিগত চার-পাঁচ মাস ধরে ফিডার অপারেটররা রুটিন শিডিউল না মেনে অ্যাডহক ভিত্তিতে অতিরিক্ত জাহাজ পাঠাচ্ছে। ফলে কিছু পোর্টে অস্বাভাবিক ব্যাকলগ তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে পূর্ব অনুমতি ছাড়া জাহাজ আসছে, যা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে চাপ সৃষ্টি করছে। এ কারণে ফিডার জাহাজে রপ্তানিযোগ্য কনটেইনার লোডে বিলম্ব হচ্ছে এবং রপ্তানিকারকদের সময়মতো শিপমেন্ট ব্যাহত হচ্ছে।
বিষয়টি সমাধানে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন (ইঈঝঅ) ও বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (ইঝঅঅ) মধ্যে আলোচনা হয়েছে। সমন্বিত শিডিউল অনুসরণ এবং বিকল্প রুট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বয় করে কাজ করলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :