টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ের পরপরই একসঙ্গে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরের আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন তারা। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন এই দুজন। প্রত্যাশা করা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ^কাপ খেলে ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত ও কোহলি। কিন্তু বাস্তবতার নিরিখে রোহিত-কোহলির সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাদের ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতার পর এখন এ প্রশ্নই সবার মুখে। আলোচনা হচ্ছে, ২০২৭ বিশ^কাপ মাথায় রেখে দুই মহাতারকার সঙ্গে আলোচনায় বসতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ওয়ানডে সিরিজ। নতুন বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোমে সিরিজ খেলবে। কিন্তু এই কয়টা সিরিজ খেলা ২০২৭ বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে কি! এই মুহূর্তে কোহলির বয়স ৩৬, রোহিত শর্মার বয়স ৩৮। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। তার ফিটনেস নিয়ে এমনিতেই অনেক প্রশ্ন চিহ্ন আছে, ফর্মেও ওঠানামা লেগে রয়েছে। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে সমস্যা না থাকলেও বয়স বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। ফলে ২০২৭-এর নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে দুই মহাতারকাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের ছাড়াই অন্যান্য সংস্করণে দল যখন ভালো করছে, তখন ভবিষ্যতের দিকে তাকিয়েও তাদের দলে না ফেরানোর একটা বাস্তবতা এসে যায়। এ নিয়েই রোহিত ও কোহলির সঙ্গে বসবে বিসিসিআই। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশ না করে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘হ্যাঁ, বিষয়টি নিয়ে আলোচনা হবে। ওয়ানডে বিশ্বকাপের বাকি এখনো দুই বছরের বেশি। কিন্তু আমাদের এখনই পরিকল্পনা করতে হবে; কারণ আমরা শেষ বিশ্বকাপ জিতেছি ২০১১ সালে। পাশাপাশি কিছু তরুণ খেলোয়াড়কেও দেখে নেওয়া দরকার।’ ওই সূত্র আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে কোহলি ও রোহিত দুজনের অবদান অনস্বীকার্য। ওরা প্রায় সবকিছুই জিতেছে। আমরা কোনোভাবেই ওদের ওপর কিছু চাপিয়ে দেব না। কিন্তু আসন্ন ওয়ানডে চক্রের আগে সৎ ও পেশাদারভাবে আলোচনা দরকার। আমাদেরও জানতে হবে, শারীরিক ও মানসিকভাবে ওরা কোন জায়গায় আছে। তার ওপর অনেক কিছু নির্ভর করবে।’
আপনার মতামত লিখুন :