লিওনেল মেসির চোট মারাত্মক নয় বলে জানিয়েছেন ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা অজানা তার। মেসি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাতে পারেননি মাসচেরানো। তবে লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে ম্যাচে যে তাকে পাওয়া যাবে না, তা জানিয়েছেন মায়ামি কোচ। বাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। তার আঘাত পরীক্ষা-নিরীক্ষার পর মিয়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, ‘মাংসপেশিতে ছোটখাটো চোট’ পেয়েছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে তখন কিছুই জানাতে পারেনি মিয়ামি। বাংলাদেশ সময় আজ ভোরে মেক্সিকান ক্লাব পুমাসের মুখোমুখি হওয়ার কথা মিয়ামির। এই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে মাসচেরানো বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’ মাসচেরানো এরপর বলেছেন, ‘ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা নিশ্চিত যে আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।’ পুমাসের মুখোমুখি হওয়ার পর আগামী সোমবার মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। এমএলএসে এ মৌসুমে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি।
আপনার মতামত লিখুন :