মৌলভীবাজারের রাজনগরে দেওয়ানদীঘি থেকে তারাপাশা হয়ে সমসেরনগর সড়ক মেরামতের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। ফলে যাতায়াত করা যানবাহন থেকে শুরু করে পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী।
এদিকে রাস্তার কাজ বন্ধের ফলে বৃষ্টির পানি গর্তে জমে থাকায় মানুষের চলাচলে অসুবিধা ছাড়াও নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে, জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষজন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় বাসিন্দারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দেওয়ানদীঘি থেকে তারাপাশা হয়ে সমসেরনগর সড়কটির মেরামতের কাজ এলজিইডির তত্ত্বাবধানে শুরু হয় গত বছর। এতে ব্যয় ধরা হয় ১১ কোটি ৯৩ লাখ টাকা। সড়কটি মেরামতের কাজ পায় মুহিবুর রহমান কোকিল নামের এক ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২ জুলাই কাজ সম্পন্ন করার কথা থাকলেও ওয়াপদা বাঁধ ও তারাপাশা বাজার অংশের দুই কিলোমিটার কাজ বন্ধ করে দেন।
এর আগে গত বছরের নভেম্বরে তারাপাশা বাজার অংশের ১ কিলোমিটার সড়কের আরসিসি ঢালাইয়ের জন্য এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খনন করা হয়। বর্তমানে কাজ বন্ধ থাকায সড়কের এই অংশে অল্প বৃষ্টিতে গর্তের মধ্যে কোমরসমান পানি জমে থাকে। এ ছাড়া খানাখন্দে ভরে গেছে সড়কটি। এতে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না, উলটে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
এদিকে তারাপাশা বাজারের পাশেই রয়েছে বেশ কয়েকটি স্কুল-কলেজ ও মাদ্রাসা। আবার এ রাস্তা দিয়ে সিলেট বিমানবন্দর যেতে হয়। ফলে রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার অন্তত ২৫ গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কের লোড কেপাসিটি পাঁচ থেকে ছয় টন হলেও বালুমহাল থেকে বালুভর্তি ৩৫-৩৬ টন লোড নিয়ে শত শত ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করছে। ফলে যেসব জায়গায় মেরামত কাজ সমাপ্ত হয়েছে সেখানকার বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ কারণে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানতে চাইলে ঠিকাদার মুহিবুর রহমান কোকিল বলেন, তারাপাশা বাজার অংশে ১২ ফুট আরসিসি ঢালাইয়ের সিডিউল ঠিক হয়। কিন্তু জনস্বার্থ ও অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ ফুটের প্রস্তাব সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হয়ে আসতে দেরি হওয়াতে কাজ বন্ধ রাখতে হয়েছে। কয়েক দিনের মধ্যই তারাপাশা বাজার অংশের প্রাথমিক কিছু কাজ শুরু করা হবে।
উপজেলা প্রকৌশলী রাজু সেন বলেন, জনস্বার্থ ও অসুবিধার বিষয়টি বিবেচনা নিয়ে সড়কটির তারাপাশা বাজার অংশে ১৬ ফুট প্রসস্থ করা হচ্ছে। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে আলাপ হয়েছে, তিনি শিগগিরই কাজ শুরু করবেন।
আপনার মতামত লিখুন :