যশোরের শার্শা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমসহ ২৯ জন সার ডিলার। এর মধ্যে ১৯ জন ডিলার সার ব্যবসায়ী ও ১০ জন বিএডিসির ডিলার।
সভার আলোচনায় উঠে আসে, ১৯৯৪ সাল থেকে শার্শা উপজেলায় ১৯ জন ব্যবসায়ী সরকারি সুবিধা নিয়ে ভুর্তকির সারের ডিলারি করে আসছেন। যার মধ্যে ৭ জন ব্যবসায়ী দুই নামে একই ব্যবসা প্রতিষ্ঠানে ডিলারি করে আসছেন, যা অনৈতিক সুবিধার মধ্যে পড়ে।
আপনার মতামত লিখুন :