ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানে বিপ্লব কুজুর (২৭) ও সুধীর (৪৫) নামের দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম আদর্শ গ্রামের ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার এসআই মো. ফারুক হোসেন।
নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী গ্রামের মৃত বাবলু কুজুর ছেলে বিপ্লব কুজুর ও একই থানার হলদিবাথান গ্রামের মৃত ভুবন দালালের ছেলে সুধীর। তারা আবুল কাশেমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং কুঁইচা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ঘরের ভেতরে অতিরিক্ত মদ পান করে ঘুমিয়ে যান বিল্পব কুজুর ও সুধীর। পরে গতকাল সকালে পরিবারের লোকজন দেখেন দুজনের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :