মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকামুখী সব স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার, সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা এবং যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করার দাবি জানান।
‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে যৌথ সঞ্চালনা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিন।
আপনার মতামত লিখুন :