গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে (৩টার দিকে) ১০-১২ জনের ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ড হিজবুল্লাহকে মারধর করে বেঁধে ফেলে। পরে ডাকাতরা দ্বিতীয় তলায় উঠে ডা. হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা ঘটনার দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
জিএমপি গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করা হয়েছে। ডাকাতরা পালানোর আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
এদিকে, গাজীপুরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :