চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থসহ তালিকাভুক্ত পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আমিরা বাজার বিশ্ববন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প বিশ্ববন্দ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জুয়াড়ি খোকন ব্যাপারী (৪৫), বাচ্চু মিয়া (৪৭), মো. আমিন (৪৪), মো. মফিজ (৪৬) ও মো. দুলালকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ হাজার ১৩০ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে উদ্ধার দ্রব্যসামগ্রীসহ তাদের জুয়াড়িদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :