সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১০ আগস্ট) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল, সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্ন মত ও পথের মানুষের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। সংগঠনের আদর্শ ও মূলনীতির পরিপন্থি আচরণ করলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদল নারীর রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, তারা সবসময় নারীদের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতি বজায় রাখার কথা উল্লেখ করা হয়। মুসলিম নারীদের পর্দা পালনের অধিকারের প্রতি সংগঠনটি পূর্ণ শ্রদ্ধাশীল এবং সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
এ ছাড়া নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন