মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারসংলগ্ন সিতার মিয়ার বাড়ি থেকে অজ্ঞাত চোরেরা প্রাইভেট কারটি চুরি করে নিয়ে যায়। পরে গাড়ির মালিক থানায় অভিযোগ করলে অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হেলালকে আদালতে পাঠানো হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :