বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:৩২ এএম

হামজাকে রেখেই নেপালের বিপক্ষে দল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:৩২ এএম

হামজাকে রেখেই নেপালের বিপক্ষে দল

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ দুই ম্যাচ সামনে রেখে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা-প্রবাসী ফুটবলার শমিত সোম খেলবেন না। তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে শমিতকে আনছে না বাংলাদেশ।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘শমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এ জন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী রয়েছেন তালিকায়।’ শমিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দুটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সেই সময় ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফে কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতায় যেতে চায় না, ‘খেলোয়াড়েরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।

ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।’ সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল। টিম ম্যানেজার বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতিমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’ অনেক সময় অবশ্য ফিফা উইন্ডো মহাদেশভিত্তিক ভিন্নও হয়। তখন আবার ক্লাবগুলোর দর-কষাকষির সুযোগ থাকে বেশি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে  হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ।

সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা-শমিত। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়ায় অনেক সুবিধা হতো। বাফুফে আগেই শমিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছে। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগের দিন বাফুফে খেলোয়াড় তালিকা প্রকাশ করে। এবার হেঁটেছে ভিন্ন পথে। ক্যাম্প শুরু হলেও খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে দেয়নি।

আজ মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আগামীকাল এবং কিংসের খেলোয়াড়দের পরশু দিন যোগ দেওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাবেন। আবাহনী, কিংসের বাইরে অন্য ক্লাবগুলোর ফুটবলারদের মধ্যে আজ মাত্র পাঁচজন যোগ দিয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও আসেননি ক্যাম্পে। মাত্র পাঁচজন ফুটবলার নিয়ে অনুশীলন মাঠেই নামতে পারবেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই দিন পর একসঙ্গে পূর্ণাঙ্গভাবেই ক্যাম্প শুরু করলে ফেডারেশনের আর্থিক সাশ্রয় হতো। মাত্র পাঁচ জন নিয়েই ক্যাম্প শুরু করতে কঠোর অবস্থানে বাংলাদেশ জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এ নিয়ে ম্যানেজারের মন্তব্য, ‘জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, এ জন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!