বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:১২ এএম

টিসিবি

টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লাকসামের ডিলার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজের বিরুদ্ধে টিসিবির পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. এহসানুল হক ও তার প্রতিনিধিদের বিরুদ্ধে পরপর দুই দিন প্রায় দুই শতাধিক মানুষের পণ্য আত্মসাতের সত্যতা মিলেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট লাকসাম পৌরসভার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থান নির্ধারণ করা হয়। ডিলারের প্রতিনিধি ফয়েজুল ইসলাম প্রায় ৪০০ জনের কাছে পণ্য বিক্রির পর অবশিষ্ট প্রায় ১০০ জনের পণ্য ট্রাকে করে সরিয়ে নেন। এলাকাবাসী জিজ্ঞাসা করলে তিনি জানান, ওই পণ্য ধামৈচা ও ফতেপুর এলাকায় বিক্রি করবেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ট্রাকটি আসলে বাইপাস হয়ে সরাসরি ডিলারের গোডাউনের দিকে চলে গেছে। ট্রাকচালক রবিউল হোসেনও স্বীকার করেন তারা ধামৈচা বা ফতেপুরে না গিয়ে ডিলারের গুদামে যাচ্ছিলেন। এ ছাড়া আগের দিন (১২ আগস্ট) নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকেও প্রায় ১০০ জনের জন্য বরাদ্দকৃত পণ্য সরাসরি গোডাউনে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত চালিয়ে টিসিবি ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। পরপর দুই দিন এ ধরনের ঘটনা ঘটায় সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনিয়ম টিসিবির ভাবমূর্তি ক্ষুণœ করছে এবং সাধারণ মানুষ সরকারের ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, ‘এ ঘটনার সত্যতা পাওয়ায় আমরা সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে সুপারিশ করেছি।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!