বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে লন্ডন প্রবাসী ও পুঠিয়া-দূর্গাপুরের কৃতি সন্তান রেজাউল করিম এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় দূর্গাপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রোগীরা এই মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেক সময় আত্মীয়স্বজনরাও খোঁজ-খবর নিতে আসেন না। এ সময় ভালো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে প্রবাসী রেজাউল করিম আমাদের দেখতে এসেছেন এবং উন্নতমানের খাবার দিয়েছেন- এটা আমাদের জন্য অনেক বড় উপহার। আমরা তাকে ও তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
রেজাউল করিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক ও সাম্যের সমাজ গড়তে কাজ করছি। তার নির্দেশনায়ই আজ এই পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন