ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির জেরে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও, তবে এখন পর্যন্ত ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসে ওঠার সময় শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে একাধিকবার দুঃখপ্রকাশ করলেও অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রাত ৯টা থেকে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে অবস্থান নেন।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন আলোচনায় বসে এবং জড়িত শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে। তবে চার দফা দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা অবস্থান অব্যাহত রাখেন।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাইযোদ্ধারা মাসকান্দা টার্মিনালে চাদর পেতে অবস্থান কর্মসূচি শুরু করেন।
ব্যানারে উল্লেখ ছিল- ‘শহীদ সাগর হত্যা মামলার আসামি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন সব পরিবহন বন্ধ ও তার গ্রেপ্তার চাই।’
এদিকে আজ সকাল ১১টা থেকে পরিবহন শ্রমিকরা পাল্টা বিক্ষোভে নামে এবং শহরের বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে। এতে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর রুটের শতাধিক বাস আটকে পড়ে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে উভয় পক্ষের আলোচনায় বিকেল সাড়ে ৪টার দিকে সমঝোতায় পৌঁছানো হয়। সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস আপাতত চলবে না। এর পরপরই অবরোধ তুলে নেয় শ্রমিকরা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘দুটি পক্ষের মধ্যে আলোচনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার হয়েছে। তবে নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।’
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, ‘সড়ক পরিবহন ফেডারেশনের সিদ্ধান্তে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও দুটি পরিবহনের বাস না চলায় যাত্রীরা এখনো দুর্ভোগে রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন