চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়ন বার আউলিয়া এলাকায় অবস্থিত মার্স টেক্সটাইল মিলের বেতন ও অঘোষিত বন্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত দেড় ঘন্টা বারআউলিয়া, বক্তার পাড়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূর পাল্লার যাত্রীরা। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টার থেকে রাত ৮টা পযন্ত উপজেলার মার্স টেক্সটাইল মিলস গেইটের সামনে এ আন্দোলন করেন শ্রমিকরা।
জানা যায়, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা। কিন্তু তিন মাস হয়ে গেলেও মার্স টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। এবং কি বেতন না দিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এজন্য শত শত শ্রমিকরা জড়ো হয়ে মিলের সামনে আন্দোলন করেন। খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান চেষ্টা করবে জানান।
আন্দোলনরত এক শ্রমিক বলেন, আমি ১২ বছর ধরে এ টেক্সটাইল মিলে কাজ করি।তবে এ তিন চার মাস ধরে মিলে কাজ কমতে শুরু করে এবং কি বেতন ও দুই বেলা খাবার বন্ধে করে দেয় কতৃপক্ষ।
আরেক শ্রমিক বলেন, আমরা শুনছি এ মিলটি বন্ধ করে দিবে। তবে আমাদের বকেয়া বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য আমার আন্দোলন করেছি। বেতন না পেলে আরও বড় আন্দোলন করব।
উক্ত বিষয়ে মার্স টেক্সটাইল মিলের এজিএম হুমায়ুন কবির এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধ করবে বলে জানান। পরে শ্রমিকদের সাথে কথা বলে আস্থ করলে তারা অবরোধ সরিয়ে নেয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন